শৌচালয় থেকে এক ব্যক্তির পচা গলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার কোকলামারী এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম অজয় মণ্ডল। মৃত অজয় মন্ডলের মেয়ে এবং স্ত্রী বাপির বাড়িতে থাকতো। বাড়িতে একাই থাকতো অজয় মণ্ডল। গত শনিবার শেষবারের মতো পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছিল অজয় মন্ডলের। এরপর আজ সকালে ঘরের ভেতরে শৌচালয় থেকে তার পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা আজ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেলে সন্দেহ হয়। এরপরই পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দরজা ভেঙে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে সম্পতির ভাগাভাগি নিয়ে মৃত অজয় মণ্ডল এবং তার ভাইয়ের মধ্যে গন্ডগোল চলছিল দীর্ঘদিন ধরে। তাই পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃত ব্যক্তির ভাই সংকর মন্ডলকে আটক করেছে।
