Thursday, January 15, 2026
Homeরাজনীতিপঞ্চায়েত মিটতে না মিটতেই রাজ্যসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রার্থী...

পঞ্চায়েত মিটতে না মিটতেই রাজ্যসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রার্থী তালিকায় তৃণমূলের একাধিক নতুন মুখ কারা রয়েছেন তালিকায়?

রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগের মধ্যে দিয়ে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যদিও কিছু জায়গায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েতের আবহ শেষ হতে না হতেই রাজ্যসভার দৌড়ে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কারা রয়েছে এই তালিকায়? নতুন মুখ হিসেবে কার কার নাম ঘোষণা করলেন দলনেত্রী?

রাজ্য জুড়ে চলছে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া। এরই মধ্যে তোড়জোর শুরু হয়েছে রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে। এবারে শাসকদলের হয়ে কে কে প্রার্থী হতে পারেন, তা নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। বিরোধীদলের ক্ষেত্রেও নানা গুঞ্জন শোনা গিয়েছিল। জল্পনার মধ্যে এখনও পর্যন্ত বঙ্গ বিজেপির তরফে তেমন কিছু জানানো না হলেও প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল।

চলতি মাসের ৬ তারিখ নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দশিকা অনুসারে, মনোনয়ন পর্বের শেষ দিন ১৩ ই জুলাই। এবারে এই রাজ্যে মোট ৭টি আসন শূন্য হয়েছে রাজ্যসভায়। আর এই মুহূর্তে শাসকশিবিরে তা নিয়েই শুরু হয়েছে প্রাথমিক কার্যকলাপ। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ইতিমধ্যে বিধায়কদের ডেকে কথাবার্তাও বলেছেন বলে সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। একদিন আগে অর্থাৎ ফর্মে সই সাবুদের কাজও এগিয়ে রেখেছেন তিনি।
নির্বাচন কমিশনের তরফে যে ৭টি আসনের কথা বলা হয়েছে, তার মধ্যে ছ’টি এমনিতেই তৃণমূল কংগ্রেসের দখলে।

অবশ্য লুইজিনহো ফেলেইরো তৃণমূল থেকে সরে দাঁড়ানোর পর থেকে রাজ্যসভার এই আসনটি ফাঁকাই রয়েছে। তবে সাতটির মধ্যে বাকি আসনটি রয়েছে কংগ্রেসের দখলে। তবে এই ছ’টি আসনে কাদের প্রার্থী করা হবে, তা নিয়ে দলের অন্দরেই নানা কথা শোনা যাচ্ছিল। এবার সেই জল্পনার অবসান করলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রশ্ন হল, কাদের নামের তালিকা প্রকাশ করলেন মমতা? পুরনো সদস্যরা কি রয়েছেন? নাকি নতুনদের এগিয়ে দিয়েছে দল? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায়র এদিনের ঘোষণায়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, ডেরেক ও ব্রায়েন, দোলা সেনকে প্রার্থীপদে বহাল রাখার কথা জানালেন। অর্থাৎ মেয়াদ শেষ হলেও এই তিনজনকে পুনরায় মনোনয়ন করা হল দলের তরফে। অন্যদিকে শান্তা ছেত্রী ও সুস্মিতা দেবকে সরানোর খবর মিলেছে। তাদের জায়গায় নতুন মুখও ঠিক করে ফেলেছে দল। এবার তৃণমূল মোট তিনজন নতুনকে সুযোগ দিল। তার মধ্যে রয়েছেন আলিপুরদুয়ারের তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বারিক। সর্বভারতীয় ক্ষেত্রে মুখপাত্র সাকেত গোয়েলকেও প্রার্থীপদে মনোনয়ন দয়া হয়েছে। নতুনরা এবর দলকে কোন পথে নিয়ে যায়, তা-ই এখন এখার বিষয়।

আগস্ট মাসেই বাংলা থেকে আরও রাজ্যসভা সাংসদের পদ খালি হচ্ছে বলে জানা গেছে। আগেই বলা হয়েছে তৃণমূলের তরফে ৬ টি মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা চলছে। তবে কংগ্রেসের যে একটি আসন ছিল, সেখানে ছিলেন প্রদীপ ভট্টাচার্য। তবে এবার সেই আসন হারাতে চলেছে হাতশিবির। সেই আসন দখল করতে ময়দানে নামছে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Comments