বার্সেলোনা না সৌদি? কোন ক্লাবে যাবেন লিওনেল মেসি? এই নিয়ে চলছিল জল্পনা। ভক্তদের একাংশ অবশ্য পুরনো ক্লাব বার্সাতেই ভোট দিয়েছিল। কিন্তু শেষমেশ বার্সা বা সৌদি কোনও ক্লাবেই নয়, আমেরিকান ক্লাবের জার্সিতে দেখা যাবে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। এই খবরে মেসি ভক্তদের মন ভাঙলেও তবে আপাতত খুশির খবরাখবর এই যে, মার্কিন ক্লাবে খেললেও মেসির ম্যাচ দেখতে পাবেন ফুটবল প্রেমীরা। কিন্তু কীভাবে?
বহু জল্পনা সত্ত্বেও সৌদি এবং বার্সেলোনাকে দর্শক হয়েই থাকতে হবে। মার্কিন ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে নামতে পারেন মেসি। কিন্তু কবে তাদের প্রিয় ফুটবলারকে মাঠে দেখবেন মেসি ভক্তরা? কীভাবেই বা দেখবেন সেই ম্যাচ?
পিএসজি ছেড়ে এ বার মার্কিন মুলুকে। আমেরিকার ইন্টার মায়ামি ক্লাবে যোগ দিতে চলেছেন— আর সেই খবর প্রকাশ্যে আনলেন খোদ মেসি। ইতিমধ্যে সইও করে ফেলেছেন তিনি। সাময়িক মন ভেঙেছে বহু সমর্থকেরই। তবে অনেকে আবার মেসিকে নতুন জার্সিতে দেখার জন্যে উদ্গ্রীব হয়ে আছেন।
আমেরিকার ফুটবল মরসুমের সময়টা একটু আলাদা। বিশেষত ইউরোপের ফুটবল মরসুমের সঙ্গে মার্কিন মেজর লিগ সকারের সময়ের ফারাক রয়েছে। ইউরোপিয়ান লিগ জুন মাসে শুরু হয়। শেষ হয় পরের বছরের মে মাস নাগাদ। তবে আমেরিকার লিগ শুরু হয় বছরের প্রথম দিকে। ফেব্রুয়ারি মাস বা মার্চ মাস নাগাদ শুরু হয়ে মরসুম শেষ হয় বছরের শেষে, মোটামুটি অক্টোবর মাস নাগাদ। সেদিক থেকে দেখলে এই মুহূর্তে মার্কিন মুলুকে ফুটবলের রমরমা মরসুম। আর লিওনেল মেসি এখন মার্কিন ক্লাবে। অর্থাৎ এদিক থেকে দেখলে নতুন জার্সিতে দেখার জন্য বেশিদিন হয়তো ভক্তদের অপেক্ষা করতে হবে না। অন্যদিকে যে ক্লাবে মেসি সই করেছেন, সেই ক্লাবের পরবর্তী ম্যাচ ২ দিন বাদেই। ১০ তারিখে রয়েছে নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচেই কি মেসিকে দেখা যাবে ফুটবল পায়ে? সংবাদসূত্রে জানা গেছে, এই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে। তাহলে নতুন ক্লাবের জার্সিতে কবে দেখা যাবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকে?
১০ জুন নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচ রয়েছে ২৪ তারিখে। এদিন অ্যাওয়ে ম্যাচে গত বারের রানার্স-আপ ফিলাডেলফিয়ার বিরুদ্ধে খেলতে নামবে মেসির বর্তমান ক্লাব। এমনিতেই ২৪ জুন মেসির জন্মদিন। সেই ম্যাচে মেসির অভিষেক হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই অনুমান সত্য হলে এবার এই তারকা ফুটবলারের জন্মদিন উদযাপন অন্যভাবে করবেন তার ভক্তরা। তারা সাক্ষী থাকবেন নতুন ক্লাবের হয়ে মেসির খেলার।
কিন্তু কীভাবে মেসির সেই ম্যাচ দেখবেন ভক্তরা? সাধারণত মার্কিন এই লিগ ভারতের কোনও টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয় না। তাহলে? তবে মোবাইলে অ্যাপল টিভি+ অ্যাপে এই ম্যাচ দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্ষেত্রে আল নাসের যোগ দেওয়ার পর ভারতের টিভি চ্যানেলে ম্যাচ দেখানো হয়েছিল। সারা বিশ্বের মতো ভারতেও অসংখ্য মেসি ভক্ত রয়েছেন। তাদের কথা ভেবে ভারতের কোনও টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করতেই পারে সেই ম্যাচ। তবে কী হবে, তা এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
