Thursday, January 15, 2026
Homeখবরতাবড় তাবড় আন্তর্জাতিক গায়ককে পেছনে ফেলে বিশ্বের সেরা প্রথম তিনে অরিজিৎ। এবার...

তাবড় তাবড় আন্তর্জাতিক গায়ককে পেছনে ফেলে বিশ্বের সেরা প্রথম তিনে অরিজিৎ। এবার অরিজিৎ-ম্যাজিকে কাত গোটা বিশ্ব!

অরিজিৎ সিং মানেই সুরের জাদু। এই সময়ের অন্যতম প্রতিভাবান ও জনপ্রিয় গায়ক তিনি। সুরের জাদুতেই গোটা বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। শুধু কি কণ্ঠ দিয়েই মনজয় করছেন অরিজিৎ? পাশাপাশি তিনি যে মাটির মানুষ, এমনটাও বিশ্বাস মানুষের। কখনও সাদামাটা পোশাকে সন্তানের স্কুলের সামনে দেখা গেছে অরিজিৎকে। কখনও ভরা বাজারে মুখ ঢেকে স্কুটি চালিয়ে যাতায়াত করতেও দেখা গেছে। এছাড়া এত জনপ্রিয় গায়ক হওয়া সত্ত্বেও সাম্প্রতিক বেশ কিছু অনুষ্ঠানে এমন সাধারণ লাইফস্টাইলের সাক্ষী থেকেছে দেশবাসী। ফলত সবদিক থেকেই অরিজিৎ সিংয়ের ভক্ত সংখ্যা নেহাত কম কিছু নয়। আর তার কণ্ঠ? তা নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন পড়ে না। এবার এই অরিজিৎ ম্যাজিকেই কাত গোটা বিশ্ব। এককথায় বলতে গেলে, বিশ্ব সংগীতের আসরে দেশের নাম স্বর্ণাক্ষরে লিখে দিলেন অরিজিৎ সিং। টেলর সুইফট, এমিনেম, রিহানাকে পিছনে ফেলে গোটা বিশ্বের মধ্যে প্রথম তিনে জায়গা করে নিলেন অরিজিৎ।

তার ঝুলিয়ে অসংখ্য সম্মান। বলিউডের তাবড় তাবড় তারকাদের লিপে শোনা যায় তার কণ্ঠ। সম্প্রতি জওয়ান সিনেমা সংক্রান্ত ভক্তদের প্রশ্নে বলিউডের কিং খান শাহরুখ যা জবাব দিয়েছেন, তাতে তো অরিজিৎ সিংয়ের ভক্তদের খুশির শেষ নেই। জওয়ান সিনেমায় অরিজিতের গান থাকবে কি না, সেই প্রশ্ন করেছিলেন শাহরুখ-ভক্তরা। সেখানে অনুরাগীর উদ্দেশে কিং খান জবাব দিয়েছিলেন, যেখানে শাহরুখ খান থাকবেন, সেখানে অরিজিৎ দাদা তো থাকবেনই। তাই সব মিলিয়ে অরিজিতের কণ্ঠের জাদু নতুন করে বলার অপেক্ষা রাখে ন। এবার এই অরিজিতের জনপ্রিয়তা ছাপিয়ে গেল আন্তর্জাতিক স্তরে। আন্তর্জাতিক সঙ্গীতশিল্পীদের মধ্যে টেলর সুইফট, বিলি এলিস, এমিনেমকে নিয়ে মাতামাতি করেন সঙ্গীতপ্রিয় মানুষ। এবার গোটা বিশ্বের মধ্যে প্রথম তিনে অরিজিৎ সিং। স্পটিফাইয়ে জনপ্রিয়তার নিরিখে তিনিই এখন বিশ্বের তৃতীয় সেরা সংগীতশিল্পী। এই মিউজিক অ্যাপের নিরিখে দেখা গেছে, জনপ্রিয়তার দিক থেকে তিনি তৃতীয় স্থানে রয়েছেন। গ্লোবাল মিউজিক সেনসেশন টেলর সুইফট ও বিলি এলিসকে পিছনে ফেলে ভক্ত সংখ্যার নিরিখে এগিয়ে গেলেন অরিজিৎ। স্পটিফাই যে পরিসংখ্যান দিচ্ছে, তাতে তালিকার শীর্ষে রয়েছেন এড শিরান। পরের অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছেন আরিয়ানা গ্রান্দে। আর তৃতীয় স্থানে অরিজিৎ সিং। প্রথম তিনে নেই রেহানা, টেলর সুইফটের মতো তারকারাও। সেখানে রয়েছেন অরিজিৎ। ম্যাজিক নয় তো কী? ম্যাজিসিয়ান অরিজিৎ সিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Comments